চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় মরহুম ডা. আবদুস সবুর স্মরণে ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৩-২৩ ০০:০৪:১২ || আপডেট: ২০১৯-০৩-২৩ ০০:০৪:১২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার কোটর পাড়ায় মরহুম ডা. মো. আবদুস সবুর স্মরণে এক ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প গতকাল থানা মহিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সম্পন্ন হয়। এতে এ কর্মসূচী শুভ উদ্বোধন করেন চমেক হাসপাতালের সহকারী অধ্যাপক মরহুমের সন্তান ডা. আনিসুল আউয়াল।

বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক মো. জসিম উদ্দিন, মাহমুদুল হাসান পলাশ, এম. আকবর আলী, কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল হোসেন খোকন, মাহবুব আলম, হাজী মো. আলম মেম্বার, আবুল কাশেম আকাশ, হাফেজ আহমদ, মোক্তার আলম, মাহমুদুল হক, মেহেদী হাসান, মো. ইব্রাহিম, তারেক হাসান, দেলোয়ার হোসেন, শোয়েব আজিজ প্রমুখ।

এতে চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ডা. মো. নুরুদ্দিন তারেক, ডা. এওয়াইএম নুর উদ্দিন জাহাঙ্গীর, ডা. হাবিবুল ইসলাম চৌধুরী, ডা. সালাহ উদ্দিন সিদ্দিকী, ডা. মো. আবদুল্লাহ আল ফারুক, ডা. এম.এ ছাত্তার, ডা. সৈয়দ মো. জাবেদ, ডা. মো. আবদুর রহিম, ডা. শওকত আলী, ডা. সামিরা রাহাত আফরোজ, ডা. ফাইজা, ডা. মারজানা ইসলাম চৌধুরী, ডা. কামরুন্নেছা জাহান, ডা. সাকেরা আহমদ, ডা. এমএ মুশফিকুর রহমান পিকু, নাজিম উদ্দিন আহমদ আরিফ, ডা. মো. আসিফ, ডা. মুশফিকুর আবরার, ডা. ফয়জুর রহমান, ডা. মো. জাফল ইসলাম, ডা. রাশেদা বেগম, ডা. মাঈন উদ্দিন, ডা. মোনাওয়ার সুলতানা লিনা, ডা. ফাহমিদা রশিদ, ডা. ফারজানা হাসিন মুক্তি, ডা. সারোয়াত আরা রিকু, ডা. শেফাতুজ্জাহান, ডা. শাহরিয়ার আহমদ মিলন, ডা. মালেকা আফরোজ, ডা. মো. সেলিম মিয়া, ডা. মেহেরুন কবির, ডা. কামরুল ইসলাম, ডা. শায়লা শারমিন, ডা. ফিরোজ খান সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এলাকার গরীব ও দু:স্থ মানুষদের দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় ডা. আনিসুল আউয়াল বলেন, আমার পিতা এ এলাকার সন্তান। তিনি তার জীবদ্দশায় এ এলাকার মানুষের চিকিৎসার জন্য সময় দিতেন। আমিও চেষ্টা করে যাচ্ছি তাদের পাশে দাঁড়াতে। আগামীতেও তিনি এ প্রয়াস অব্যাহত রাখার ঘোষণা দেন। এতে ফুলকলি সহ কয়েকটি সংগঠন সহযোগিতা প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *