চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মীর সোলায়মান রাঙামাটি জেলা প্রতিনিধি

বিলাইছড়ি আওয়মীলীগ সভাপতি হত্যা ২০জনের নাম উল্লেখ করে মামলা : আটক ১

প্রকাশ: ২০১৯-০৩-২৩ ২০:২৬:১০ || আপডেট: ২০১৯-০৩-২৩ ২০:২৬:১০

মীর সোলায়মান, রাঙামাটি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়মীলীগ সভাপতি সুরেশ কুমার তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা মামলায় সেনাহাশীষ চাকমা নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে রাঙামাটি শহরের বলপিয়া আদাম থেকে আশিষকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি। আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এর আগে গত শুক্রবার রাতে সাবেক উপজেলা চেয়ারম্যান শূভ মঙ্গল চাকমাকে প্রধান আসামী করে ২৮জনের নাম উল্লেখ করে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মোঃ মুনির হোসেন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পারভেজ জানান, মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে বাকি ৮জন অজ্ঞাত। মামলাটির তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। উল্লেখ্য গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরশ কুমার তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যাকরে সন্ত্রাসীরা। তিনি উপজেলা নির্বাচনের কাজ শেষে ফিরছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *