চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে চেয়ারম্যানের ফলাফল স্থগিত ভাইস চেয়ারম্যান পদে সোলায়মান ও কামেলা খানম বিজয়ী

প্রকাশ: ২০১৯-০৩-২৪ ২৩:২১:০৭ || আপডেট: ২০১৯-০৩-২৪ ২৩:২১:০৭

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে ৬৮টি কেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্রে বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী ২২ হাজার ২’শ২৭ ভোট (দোয়াত কলম) ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকতম প্রতিদ্বন্দী আ.লীগের মনোনীত প্রার্থী একেএম নাজিম উদ্দীন নৌকা প্রতিক নিয়ে ১৯ হাজর ৬’শ ৭৪ ভোট পান। ওই দুটি স্থগিত কেন্দ্রে ৪ হাজার ৪’শ ০৯ ভোট থাকায় ওই কেন্দ্র দু’টি উপ-নির্বাচন হবে বলে সহকারী রিটার্নী কর্মকর্তা সাংবাদিকদের জানান।

তবে ভাইস চেয়ারম্যান পদে ২২ হাজার ৮শ ০৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী (মোমবাতি)। তার নিকতম প্রতিদ্বন্দী ছিলেন মঈনুদ্দীন বাপ্পি (তালা) ১৮ হাজার ০৭৯ ভোট পান। ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৩ হাজার ৯’শ ৬৬ভোট পেয়ে এড.কামেলা খানম (প্রজাপতি) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন,খালেদা আক্তার পদ্মফুল ৫হাজার ৭’শ ৩০ ভোট পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *