চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে সংঘর্ষে পুলিশসহ গুলিবিদ্ধ ৩, আটক ৫, ২ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত 

প্রকাশ: ২০১৯-০৩-২৪ ১৭:১৫:৪৬ || আপডেট: ২০১৯-০৩-২৪ ২২:৫৫:১৯

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সময় ২ পুলিশ সদস্যসহ ৩জন গুলিবিদ্ধ হয়েছে। আজ রবিবার সকাল ৯ টায় পূর্ব চন্দনাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনষ্টেবল ফরহাদ হোসেন (২৫) চট্টগ্রাম পুলিশ লাইনের এসএফ সদস্য বলে জানা গেছে। অন্য দু’জন চন্দনাইশ থানার পুলিশ শাহা আলম (৫৬) ও ভোটার আবু নোমান হাসানুল হক চৌধুরী (৩৯)। আহতদেরকে চন্দনাইশ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শাহা আলম ও হাসানুল হক চৌধুরীকে ছেড়ে দেওয়া হলেও অন্ডকোষে গুলিবিদ্ধ কনষ্টেবল ফরহাদ হোসেন কে মুমূুর্ষ অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, পূর্ব চন্দনাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় একটি পক্ষ জোর করে ব্যালটে সীল মারতে চেষ্টা করলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোঃ মতিন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় আ.লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী একেএম নাজিম উদ্দীন ও বিদ্রোহী(স্বতন্ত্র) প্রার্থী আবদুল জব্বার চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ১৫/২০রাউন্ড গুলির শোনা যায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান। সংঘর্ষে ২ কনষ্টেবল ও ১জন ভোটারসহ ৩জন গুলিবিদ্ধ হয়। এরপর ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ৫জনকে আটক করে। এছাড়া বেলা ১টার সময় উত্তর বরকল সরকারী প্রাঃ বিদ্যালয় কেন্দ্র হতে কতিপয় দু®কৃতিকারী ব্যালট পেপারের ৩টি বই ছিনতাই করে নিয়ে যাওয়ায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোঃ নুহ নবী। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৬৮টি কেন্দ্রের মধ্যে উক্ত দুই কেন্দ্র ছাড়া সবগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের উপস্থিতি ছিল খুবই নগন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *