চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

বিশ্ব যক্ষা দিবস : খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশ: ২০১৯-০৩-২৪ ২২:৫৮:০৩ || আপডেট: ২০১৯-০৩-২৪ ২২:৫৮:০৩

খাগড়াছড়ি,প্রতিনিধি:  “এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপদ্যে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৪ মার্চ সকালে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচি, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে পৌর টাউন হল থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের শাপলা চত্ত্বর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তারা, যক্ষ্মা নিয়ে ভীত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে চিকিৎসায় যক্ষ্মা ভালো হয় উল্লেখ করে যক্ষ্মা সম্পর্কে সচেতন হলেই এই রোগ নিয়ন্ত্রন সম্ভব বলে মন্তব্য করেন। এ সময় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী, মেডিক্যাল অফিসার ডা: মেছবাহ উদ্দিন, ডা: অনুতোষ চাকমা, নাটাব সভাপতি জীতেন বড়–য়াসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *