চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় গণহত্যা দিবস পালন

প্রকাশ: ২০১৯-০৩-২৬ ১৯:৪৫:০০ || আপডেট: ২০১৯-০৩-২৬ ১৯:৪৫:০০

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার গনহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গনে উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, চৌধুরী মাহবুবুর রহমান, আবদুল খালেক চেয়ারম্যান, এম. এজাজ চৌধুরী, মো. সাহাবুদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম.এ রহিম, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, আবু তৈয়ব সোহেল, কোরবান আলী, ইকবালুর রহমান ওপেল প্রমুখ। এতে প্রধান অতিথি নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, পাকিস্তানীরা সেদিন ২৫ মার্চ কালো রাতে অপারেশন সার্চলাইট এর নামে নিরস্ত্র বাঙালীদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল তা বিশ্বের ইতিহাসে বিরল। মুক্তিযুদ্ধে পৃথিবীতে আর কোথায় কোন জাতিকে এত রক্ত দিতে হয়নি। সেদিন তাদের পরিচালিত গণহত্যার মাধ্যমে বাংলাদেশে ৯ মাসের যুদ্ধে ৩০ লক্ষ শহিদের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার অলি-গলি। তিনি গণহত্যায় জড়িত পাকিস্তানী বাহিনী দোসরদের বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *