চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

স্বাধীনতা পুরস্কার পাওয়ায় ইঞ্জি. মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশ: ২০১৯-০৩-২৬ ১৯:৫৯:৩২ || আপডেট: ২০১৯-০৩-২৬ ১৯:৫৯:৩২

 মিরসরাই প্রতিনিধি : দেশের ১২জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের স্ব স্ব ক্ষেত্রে গৌরবময় ও অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার-২০১৯ প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৫ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা তাদের হাতে তুলে দেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় ভূষিত হলেন মিরসরাইয়ের কৃতি সন্তান মিরসরাইয়ে ৭বার নির্বাচিত এমপি সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে (মরণোত্তর) সন্মাননা দেয়া হয়। এদিকে দেশের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা পাওয়ায় ফুল দিয়ে বরণ করে নেন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সোমবার বিকেলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ঢাকাস্থ বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মঘাদিয়া আওয়ামীলীগের সভাপতি হাজ্বী বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুন, মঘাদিয়া আওয়ামীলীগের যুগ্ম সাঃ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী মাসুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *