চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

প্রকাশ: ২০১৯-০৩-২৭ ০০:১৩:০৪ || আপডেট: ২০১৯-০৩-২৭ ০০:১৩:০৪

মিজবাউল হক, চকরিয়া: চকরিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে মো. আবদুল্লাহ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের রুস্ত আলী চৌধুরী পাড়া এলাকার নজির আহমদের ছেলে ও পেশায় একজন নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রির সহকারী)। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে মারা যায় ওই কিশোর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, গত বুধবার বাড়ির পাশ্ববর্তী মুফিজুর রহমান মুন্সি নামের এক ব্যক্তির বাড়িতে নির্মাণ শ্রমিকের কাজ করতে যায় মো. আবদুল্লাহ। দুপুরে কাজ শেষে বাড়িতে খাবার খেতে যাওয়ার সময় ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া জাতীয় গ্রিডের ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে হঠাৎ জড়িয়ে পড়ে। এ সময় তার শরীরের সিংহভাগ পুড়ে ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া জমজম হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর মো. আবদুল্লাহ। চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধূরী বলেন, লক্ষ্যারচর ইউনিয়নে বিদ্যুতের তারে জড়িয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি অবগত নই। এ ব্যাপারে থানায়ও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *