চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলা প্রশাসনের মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশ: ২০১৯-০৩-২৮ ০০:৩৮:৫৮ || আপডেট: ২০১৯-০৩-২৮ ০০:৩৮:৫৮

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ভোর ৬টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর উপজেলা স্মৃতি সৌধে উপজেলা পরিষদ,প্রশাসন,রাজনৈতিক,সামাজিক সংগঠন ফুল দিয়ে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮টায় সারাদেশের ন্যায় একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীসালাম গ্রহণ করেন।

এছাড়া বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ও আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *