চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের প্রথম শহীদ বশরুজ্জমান চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ: ২০১৯-০৩-২৮ ০০:৩৪:৪৯ || আপডেট: ২০১৯-০৩-২৮ ০০:৩৪:৪৯

আনোয়ারা প্রতিনিধি : মুক্তিযুদ্ধে চট্টগ্রামের প্রথম শহীদ বশরুজ্জমান চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের ২৮ মার্চ নগরীর চেরাগী পাহাড়ের মোমিন রোডে তিনি শহীদ হন। বশরুজ্জমান চৌধুরী আনোয়ারার ধনাঢ্য ব্যবসায়ী নুরুজ্জমান চৌধুরীর ছেলে ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ভাই।

১৯৭১ সালের এই দিনে বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী সৈন্য ও ইপিআর বাহিনীর জন্য রসদ সংগ্রহ করতে গিয়ে পাক বাহিনীর গুলিতে শহীদ হন তিনি। তাঁরই নামকরণে প্রতিষ্ঠিত আনোয়ারার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ে প্রতিবছরের ন্যায় এবছরও নানা কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *