চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

ছাত্র সমাজ সুস্থ রাজনীতিক ধারায় বিশ্বাসী : পটিয়ায় জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকীতে সামশু মাষ্টার

প্রকাশ: ২০১৯-০৩-২৮ ০০:১৭:৫৬ || আপডেট: ২০১৯-০৩-২৮ ০০:১৭:৫৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : জাতীয় ছাত্রসমাজের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে পটিয়ায় দলীয় কার্যালয়ে জাতীয় ছাত্রসমাজ চট্টগ্রাম দক্ষিণ জেলা, পটিয়া উপজেলা, পৌরসভা, কলেজ শাখার যৌথ উদ্যোগে কেক কেটে উদযাপন করেন জাপা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার সভাপতি সামশুল আলম মাষ্টার।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা ছাত্র সমাজ আহবায়ক এম. এন. জসিম, পটিয়া উপজেলার আহবায়ক রাজিব চৌধুরী রাজু সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র সামশুল আলম মাষ্টার, বিশেষ অতিথি ছিলেন আলী আকবর চেয়ারম্যান, দক্ষিণ জেলা জাপার সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান, দক্ষিণ জেলা জাতীয় ছাত্র সমাজ সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, পটিয়া পৌর জাপার সাধারণ সম্পাদক মোস্তাক আহামদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবর, দক্ষিণ জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মেম্বার দুলা মিয়া চৌধুরী, পটিয়া জাপার সহ-সভাপতি নাজিম উদ্দিন মজুমদার, দক্ষিণ জেলা ছাত্রসমাজ যুগ্ম আহবায়ক ইয়াছিন খাঁন, আবু তালেব, উপজেলা ছাত্র সমাজ সদস্য সচিব রবিউল হাসান, পৌর ছাত্র সমাজের সভাপতি আলমগীর ইসলাম সুমন,সদস্য সচিব ওয়াকিব উদ্দিন সাফি, পটিয়া সরকারী কলেজের সাধারণ সম্পাদক আশরাফরুল হক, সহ-সভাপতি মো. তাকিব, সহ-সাধারণ সম্পাদক পুষ্পেল পাল, সাংস্কৃতিক সম্পাদক আকাশ দেব, সাজ্জাদ হোসনে আসিফ, মুনিম, আজম, রিয়াদ, মো. সায়েম, মো. ফরহাদ হোসেন, মো. ইয়াছিন আকাশ, মো. তৌহিদ, মো. জাবেদ প্রমুখ।

সভায় প্রধান অতিথি সামশুল আলম মাষ্টার বলেন, সন্ত্রাস মুক্ত ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের মূলনীতি শিক্ষা-শান্তি-উন্নয়ন-প্রগতি। এ ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে সকল কলেজ উপজেলা পৌরসভা পাড়ায়, মহল্লায় এরশাদের আর্দশের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার জন্য মেধাবী ছাত্রদের এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *