চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

বাল্যবিবাহ ,মাদক মরনব্যাধি হিসাবে কাজ করছে : নাইক্ষ্যংছড়িতে ওরিয়েন্টশন কর্মশালায় ইউএনও

প্রকাশ: ২০১৯-০৩-২৯ ০১:১৮:৫০ || আপডেট: ২০১৯-০৩-২৯ ০১:১৮:৫০

মোঃ জয়নাল আবেদীন টুক্কু : পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করেন বান্দরবানের লামা তথ্য অফিস।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বলেন- বর্তমান সমাজে বাল্যবিবাহ, যৌতুক, মাদক এখন মরনব্যাধি হিসেবে কাজ করছে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় সচেতনতা।
তিনি আরো বলেন- কমবয়সী শিশুদের বাল্যবিবাহ, যৌতুক প্রথা বন্ধ, মাদক, ইভটিজিং সহ বিভিন্ন বিষয়ের উপর আরো সচেতন হওয়ার উপর গুরুত্বারুপ করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন- লামা তথ্য অফিস কর্মকর্তা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মংশৈপ্রু হেডম্যান, প্রেসক্লাব উপদেষ্টা মাইনউদ্দিন খালেদ, সভাপতি শামিম ইকবাল চৌধুরী, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল বশর, হামিদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা সুলতানা বুলি সহ জনপ্রতিনিধি, সূশিল সমাজ, গনমাধ্যমকর্মী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *