চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় আসামীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদির পরিবার

প্রকাশ: ২০১৯-০৩-২৯ ০২:০৮:৩১ || আপডেট: ২০১৯-০৩-২৯ ০২:০৮:৩১

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় মোহাম্মদ হোসেন নামের এক ব্যক্তির ঘর ভাংচুর ও মারামারির ঘটনায় থানায় মামলা করে বিপাকে পড়েছেন। এ নিয়ে আসামীদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বাদি ও তার পরিবার। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ হোসেন বাদি হয়ে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
মামলার বিবরণে জানা গেছে,পূর্ব শত্রুতার জের ধরে গত ২২ মার্চ উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের মোহাম্মদ হোসেনের বসতঘর ভাংচুর ও তাকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ওই দিন ৬ জনকে আসামী করে থানায় মামলা করেন ভুক্তভোগী মোহাম্মদ হোসেন। মামলা দায়েরের পর থেকে বাদি ও তার পরিবারকে আসামীরা বিভিন্ন সময়ে অশ্লীল ভাষায় গালমন্দনহ প্রাণনাশের হুমকি দেন। সর্বশেষ গত বুধবার সন্ধ্যায় আনোয়ারা থানা পুলিশ আসামী ধরতে গেলে এ সময় আসামীর স্বজনরা বাদি হোসেনকে মারধর করে। পরে পুলিশের গাড়িতে উঠে বাড়ি ছেড়ে প্রাণে বাঁচেন তিনি। বর্তমানে বাদি ও তার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র মানবেতর জীবন যাপন করছেন। বাদি হোসেন বলেন,অভিযুক্ত আসামীরা দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। এমনকি তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সংঘবদ্ধতার কারণে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *