চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

কর্ণফুলী উপজেলা কমপ্লেক্স নির্মাণে ছয় একর জমি হস্তান্তর

প্রকাশ: ২০১৯-০৩-২৯ ০১:৫৩:৪১ || আপডেট: ২০১৯-০৩-২৯ ০১:৫৩:৪১

আনোয়ারা প্রতিনিধি : নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণে ছয় একর জমি হস্তান্তর করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গত বুধবার এলএ শাখার কর্মকর্তারা অধিগ্রহণকৃত এসব জমি চিহ্নিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলামকে বুঝিয়ে দেন। এ সময় কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী,ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ,ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
জানা গেছে,কর্ণফুলী উপজেলা কমপ্লেক্স নির্মাণে জমি অধিগ্রহণের জন্য ২০১৭-১৮ অর্থবছরে অর্থ মন্ত্রণালয় হতে ৫০ কোটি টাকা ছাড় দেয়। ওই টাকায় চট্টগ্রাম জেলা প্রশাসন উপজেলার শিকলবাহা ক্রসিং পিএবি সড়কের পূর্ব পাশে ব্যক্তিমালিকানাধীন ছয় একর জমি অধিগ্রহণ করে।
প্রসঙ্গত,২০১৬ সালের ৯ মে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১২তম সভায় পশ্চিম পটিয়ার ৫ ইউনিয়ন নিয়ে দেশের ৪৯০তম উপজেলা গঠনে সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের ১৯ জুলাই গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে কর্ণফুলী উপজেলা গঠনের চূড়ান্ত আদেশ জারি করা হয়। ২০১৭ সালের ২৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উপজেলার দাপ্তরিক কার্যক্রম শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *