চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

নিজামপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশ: ২০১৯-০৩-২৯ ০০:৫৪:১২ || আপডেট: ২০১৯-০৩-২৯ ০০:৫৪:১২

মিরসরাই প্রতিনিধি : নিজামপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। আজ(২৭শে মার্চ)মঙ্গলবার নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে এই বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। নিজামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিজামপুর সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ মেজর রফিক উদ্দিন। এই সময় অধ্যক্ষ মো রফিক উদ্দিন বলেন,বিদায় শব্দটি যেমন কষ্টের ঠিক তেমনি আনন্দ।ভালো লেখাপড়া করার পাশাপাশি নিজেকে যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তোমাদের কলেজ শিক্ষা কার্যক্রম অতিক্রম করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছাতে হবে।বিশ্ববিদ্যালয় পৌঁছে তোমরা দেশ সেবা করার জন্য নিজেকে আত্মনিয়োগ করবে,তাই বিদায় শব্দটি আমি তোমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ হিসেবে মনে করি।

দুই বছর কলেজ আঙ্গিনায় থেকে তোমারা নিজেদেরকে যেভাবে পড়ালেখার পাশাপাশি নিজামপুর কলেজ কে মাতিয়ে রেখেছিলে ঠিক তেমনি ভালো ফলাফল করে এইচএসসি পরীক্ষায় পাশ করে বিশ্ববিদ্যালয় মাতিয়ে রাখবে আমার বিশ্বাস।ছোট্ট সোনামণি শিক্ষার্থী ভাই এবং বোনেরা,তোমরা যে আশা নিয়ে নিজামপুর কলেজে ভর্তি হয়েছো সে আশা পূরণ করার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট তোমাদের জন্য প্রাণভরে দোয়া করছে।এবং তোমারা ভালো ফলাফলের মাধ্যমে নিজেকে গড়ে তোলে সমাজ এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *