চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবন পালিত

প্রকাশ: ২০১৯-০৩-২৯ ০১:৩৯:২৫ || আপডেট: ২০১৯-০৩-২৯ ০১:৩৯:২৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। সকাল ৮টার সময় সারা বাংলাদেশের ন্যায় একযোগে জাতীয় সংগীত শুরু হয়। কর্মসূচীতে ছিল চিত্রাংকন, কবিতা, আবৃতি, ছাত্র ও ছাত্রীদের ফুটবল ম্যাচ ও উপস্থিত বক্তৃতা। প্রতিযোগিতা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা প্রধান শিক্ষক কে.এম আবদুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে জাতীয় সংগীত ও ধর্ম গ্রন্থ থেকে পাঠের মধ্যে দিয়ে সভা শুরু হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন শিক্ষার্থী এমরান হোসেন, তুলি দত্ত, তুন্না বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওছমান আলমদার, ম্যানেজিং কমিটির সদস্য উত্তম বৈদ্য, মুজিবুর রহমান, ৭১ টিভি সাংবাদিক মহিউদ্দিন, অলকেশ কুমার দাশ, হোছনে আরা বেগম, কাঞ্চন ভট্টাচার্য্য, সুকৃতি রাণী দে ও প্রধান শিক্ষক কে.এম আবদুল গণির সমাপনী বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *