চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় দাওরায়ে হাদিসের ছবক দান অনুষ্ঠান

প্রকাশ: ২০১৯-০৩-২৯ ০১:২৫:৩৫ || আপডেট: ২০১৯-০৩-২৯ ০১:২৫:৩৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : উপমহাদেশের খ্যাতনামা কওমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার মহা পরিচালক (মুহতামিম) মুফতি আবুল কাশেম নোমানী হেলিকপ্টার যোগে পটিয়ার আল-জামেয়া আল ইসলামিয়া জমিরিয়া মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ছবক দান অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ উপলক্ষে গত সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আল্লাহ রাসুলের শিক্ষায় শিক্ষিত হচ্ছে কওমী আক্বিদার শিক্ষার্থীরা। ‘আল্লাহর কাছে অতিপ্রিয় উচ্চারনের সহজপথ হচ্ছে যে দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যমে তা ব্যক্তি ও সামাজিক জীবনের ব্যবহারের নিশ্চিত করা। এতে করে মানুষের জীবনের মাপকাটি ভারি হয়। তিনি পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া মাদ্রাসাকে দক্ষিন এশিয়ার দ্বীনি শিক্ষার বাতিঘর হিসেবে প্রশংসা করেন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কওমী মাদ্রাসা পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া মাদ্রাসায় দাওরায়ে হাদিসের সমাপণী পাঠদান অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান মেহমান পটিয়া আল জামেয়া মাদ্রাসা মাঠে হেলিকপ্টার যোগে পৌঁছলে শিক্ষার্থীরা মানব প্রাচীরের মাধ্যমে তাকে স্বাগত জানান। এছাড়া অনুষ্ঠানে প্রধান মেহমানকে লাল গালিচায় সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ড. অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি, পটিয়া আল জামেয়া মাদ্রাসার সহকারী মহাপরিচালক আবু তাহের নদভী, মাদ্রাসার প্রবীন মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি আহমদ উল্লাহ, জামেয়ার মুহাদ্দিস ও ইসলামী ব্যাংকের শরীয়াহ্ বোর্ডের পরিচালক মুফতি সামশুদ্দিন জিয়া, মাদ্রাসার শিক্ষমুফাসসির মাওলানা কাজী আকতার হোসাইন, মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ্, আল্লামা রফিক আহমদ পটিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন কওমীপন্থি মাদ্রাসার প্রধানগনসহ শিক্ষক-শিক্ষার্থীরাবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান মেহমান আবুল কাশেম নোমানী দাওরায়ে শিক্ষার্থীদের ভবিষ্যত উন্নতি ও সারা বিশ্বের মুসলমানদের হেফাজতের জন্য বিশেষ মুনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *