চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া পৌরসভাকে গ্রীণ সিটি করতে সৌন্দর্য বর্ধন প্রকল্প নিয়ে এগিয়ে এলো টি.কে গ্রুপ

প্রকাশ: ২০১৯-০৩-২৯ ০১:৪৪:১৬ || আপডেট: ২০১৯-০৩-২৯ ০১:৪৪:১৬

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌরসভাকে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক পৌরসভায় রূপান্তর করতে এর সৌন্দর্যবর্ধনে এগিয়ে এসেছে টি.কে গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ। গতকাল টি.কে গ্রুপের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কর্পোরেট মার্কেট আউট রিচ এর পরিচালক আনোয়ার হোসাইন পটিয়া পৌরসভায় মেয়র কার্যালয়ে উপস্থিত হয়ে টি.কে গ্রুপের সৌন্দর্যবর্ধন সংক্রান্ত প্রকল্পের প্রস্তাব দিলে মেয়র তা বাস্তবায়নে প্রাথমিক সম্মতি প্রদান করেন।

তবে এব্যাপারে শীঘ্রই একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে পৌর সচিব মোহাম্মদ মহসিন জানান। এ প্রকল্পে পটিয়া পৌরসভার সৌন্দর্যবর্ধনে বাইপাসের প্রবেশ মুখে দৃষ্টিনন্দন ঝর্ণা, মুন্সেফ বাজারের আধুনিকায়ন, বিভিন্ন স্পটে যাত্রী ছাউনী ও পুলিশ বক্স সহ বিভিন্ন দৃষ্টিনন্দন কর্মকান্ড শোভা পাবে। যা বাস্তবায়িত হলে পটিয়া পৌরসভা দৃষ্টিনন্দন শহরে পরিণত হবে।

এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব মোহাম্মদ মহসিন, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. শাহজাহান, টি.কে গ্রুপের দায়িত্বপ্রাপ্ত কর্পোরেট মার্কেট আউট রিচ এর পরিচালক আনোয়ার হোসাইন, টি.কে গ্রুপের দক্ষিণ চট্টগ্রাম পরিবেশক সাবেক ছাত্রনেতা নুরুল করিম, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর আবদুল খালেক, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের এভিপি মাহমুদ উল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *