চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পশ্চিম পটিয়া এ.জে চৌধুরী ডিগ্রি কলেজে এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশ: ২০১৯-০৩-২৯ ০১:৩১:০৪ || আপডেট: ২০১৯-০৩-২৯ ০১:৩১:০৪

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পশ্চিম পটিয়া এ জে চৌধুরী ডিগ্রি কলেজের উদ্যোগে ২০১৯ সালের উমাসা পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ মিলনায়তনে গতকালবুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে এবং অধ্যাপক শামীম আকতার চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্তী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট এবং কলেজ গভর্নিং বডির সদস্য আলহাজ্ব সৈয়দ জামাল আহমদ। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. ফোরকান উদ্দীন, মোহাম্মদ জাফর ইকবাল মোহাম্মদ ইলিয়াছ, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মো. শফিকুর রশীদ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কফিল উদ্দীন ও আঞ্জুমান শিকদার। কলেজের সাংস্কৃতিক স্কোয়াড এর জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং একাদশ শ্রেনির ছাত্রী জান্নাতুল খুশবু এর মানপত্র পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর প্রদীপ চক্রবর্তী ছাত্র-ছাত্রীদেরকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জীবন ও দেশপ্রেম মননে ধারণ করার আহবান জানান। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিচক্ষণতা ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার গুণগত মানবৃদ্ধির জন্য দিকনির্দেশনা দেন। তিনি আরো বলেন স্বাধীনতার পরাজিত শক্তি যাতে শিক্ষাঙ্গনকে এবং শিক্ষার অগ্রগায়নকে কুলষিত করতে না পারে সে ব্যাপারে শিক্ষার্থীদেরকে সজাগ থাকতে বলেন। তিনি বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন বিষযের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। সবশেষে অধ্যাপক শামীম আকতার চৌধুরীর সঞ্চালনায় ছাত্র-ছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *