চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মীর সোলায়মান রাঙামাটি জেলা প্রতিনিধি

সাজেকে জুমের আগুনে পুড়ে কৃষকের মৃত্যু

প্রকাশ: ২০১৯-০৩-২৯ ০১:১০:০৮ || আপডেট: ২০১৯-০৩-২৯ ০১:১০:০৮

 মীর সোলায়মান, রাঙ্গামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপেজেলার সাজেকে জুমের আগুনে পুড়ে হেরেন ত্রিপুরা (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) সাজেক ৯নং ত্রিপুরা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হেরেন একই এলাকার রঙ্গ কুমার ত্রিপুরার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিপুরা পাড়ার নীলবরণ চাকমা (পিতা-যুগেন্দ্র চাকমা) সহ ৪-৫জন মিলে সংঘবদ্ধভাবে পাহাড়ের জঙ্গল কেটে জুমে আগুন দিতে যায়। আগুন চারপাশে ছড়িয়ে পড়লে জুমের ভিতর থেকে বেড় হতে না পেরে দগ্ধ হয়ে মারা যায় হেরেন। এ বিষয়ে ওই এলাকার কার্বারী কল্প রন্জন ত্রিপুরা বলেন, জুমের আগুনে হেরেন ত্রিপুরা মারা যায়। আমরা তার পরিবারসহ গ্রামবাসী মিলে দগ্ধ হিরেন ত্রিপুরার লাশ দাহ করি। নিহত হিরেন ত্রিপুরার স্ত্রী কয়তি ত্রিপুরা বলেন, আমার স্বামীসহ ৪-৫জন মিলে জুম কাটা আগুনে দিয়ে পুরতে যায়।

তবে আমার স্বামীর আগুনে পুরে মৃত্যু হয়েছে নাকি কেউ হত্যা করেছে সেটা আমি বলতে পারছি না সৃষ্টিকর্তাই দেখেছে কিভাবে তার মৃত্যু হয়েছে। এজন্য আমি কাউকে দায়ী করছি না। এ বিষয়ে সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল আনোয়ার বলেন, আমি শুনেছি জুমে আগুন দিতে গিয়ে ৯নং পাড়ায় জুমের আগুনে হিরেন ত্রিপুরা নামে একজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *