চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

স্বাধীনতা পুরষ্কার মিরসরাইবাসীকে উৎসর্গ করলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

প্রকাশ: ২০১৯-০৩-৩০ ০১:২০:৩৫ || আপডেট: ২০১৯-০৩-৩০ ০১:২০:৩৫

মিরসরাই প্রতিনিধি : স্বাধীনতা পুরষ্কার মিরসরাইবাসীকে উৎসর্গ করেছেন সাবেক গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে মিরসরাইয়ের আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা মেলায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ খেতাব স্বাধীনতা পুরষ্কারে ভুষিত হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। ১৯৭১ সালে যারা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন তারাও সম্মানিত হয়েছেন।

এই অর্জনকে আমি আমার প্রিয় জন্মভুমি মিরসরাইয়ের সর্বস্তরের জনসাধারণকে উৎসর্গ করছি। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, জাতির জনকের ৭ মার্চের ঐতিহাসিক ভাষনকে দীর্ঘ ২১ বছর প্রচার হতে দেয়নি বিএনপি জামায়াত। অথচ সেই ভাষনকে ইউনোস্কো স্বীকৃতি দিয়েছে। আগামীতে যাতে স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

এসময় আরো বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ, উপজেলা আওয়মীলীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ, যুগ্ম সম্পাদক প্রদীপ রঞ্জন চক্রবর্তি, সাংগঠনিক সম্পাদক, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন আক্তার কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদ্যেস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য খোরশেদ আলম আজাদ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এম. আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আর ফেন্সী, মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজ উদ দৌলা,মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল গনি, সহ-দপ্তর সম্পাদক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তফা মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এরাদুল হক নিজামী ভুট্টু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানা, সভাপতি রাশেল ইকবাল সহ ১৬ ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *