চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজে অদম্য প্রকাশনার মোড়ক উন্মোচন

প্রকাশ: ২০১৯-০৩-৩০ ০১:১১:১৪ || আপডেট: ২০১৯-০৩-৩০ ০১:১১:১৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত প্রকাশনা অদম্য এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

এ উপলক্ষে অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাত্তরের রনাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মো. মহসীন খাঁন বিএসসি। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি জেনরালে ম্যানেজার মো. ইসহাক, সভাপতি আলহাজ্ব মো. মহসিন খাঁন বিএসসির সহধর্মিনী প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য ও মেধাবৃত্তি ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্যা মিসেস ফাহামিনা আক্তার লিপিকা, গভর্নিং বডির সদস্য অর্থ উপ কমিটির আহবায়ক নুরুল আলম মামুন, আলহাজ্ব আলাউদ্দিন বেলাল, জাহাঙ্গীর আলম, মেধাবৃত্তি ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ফজলুল হক আল্লাই, গভর্নিং বডির সাবেক সদস্য আলহাজ্ব ফরিদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান সুবল কান্তি চৌধুরী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক শিক্ষিকা, প্রভাষকবৃন্দ।

এতে প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার জন্য মুক্তিযোদ্ধাদেরকে সবকিছুর উর্ধ্বে উঠে রনাঙ্গনের বাস্তব চিত্র তুলে ধরতে হবে। তিনি ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের প্রকাশনা অদম্য এর মাধ্যমে আগামীতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *