চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ডাকবাংলোর ভিত্তি প্রস্থর স্থাপনে -হুইপ সামশুল হক এমপি

প্রকাশ: ২০১৯-০৩-৩১ ০০:৫১:৪৩ || আপডেট: ২০১৯-০৩-৩১ ০০:৫১:৪৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় ডাকবাংলোর আধুনিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ (প্রতিমন্ত্রী সমমর্যাদা) আলহাজ্ব সামশুল হক হক চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, উপজেলা আ’লীগ নেতা আবু ছালেহ চৌধুরী, হাবিবুল হক চৌধুরী, মুজিবুল হক চৌধুরী নবাব, এম. এজাজ চৌধুরী প্রমুখ। এসময় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, পটিয়া সাবেক মহকুমা সদর। এ মহকুমাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলায় রূপান্তরের ঘোষণা দিয়ে গর্ভণর নিয়োগ করেছিলেন। কিন্তু ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধীর সারাদেশের ন্যায় পটিয়ার অগ্রগতির চাকাকেও স্তব্ধ করে দিয়েছিল।

বর্তমানে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়াকে উন্নয়নের বিশেষ স্থানে অধিষ্ঠিত করেছেন। পটিয়ার অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো একের পর এক বাস্তবায়ন করা হচ্ছে। পটিয়া শিল্প সাহিত্য ও সংস্কৃতি সহ সর্বক্ষেত্রে উন্নয়নের রোল মডেল হলেও এতদিন ডাকবাংলোটি ছিল মান্দাতা আমলের। বর্তমানে জেলা পরিষদ বিশেষ বরাদ্দের মাধ্যমে এটিকে আধুনিক ডাকবাংলো হিসেবে প্রতিষ্ঠার জন্য এগিয়ে এসেছে। আমি আশাবাদী এটি নির্মিত হলে পটিয়ায় সরকারী কর্মকর্তা সহ মেহমানদের অবস্থানের ক্ষেত্রে নব দিগন্ত সূচিত হবে। উল্লেখ্য, এটি বাস্তবায়নে প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *