চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় জাল ভোট দিতে এসে আটক ৪ নারী : তাঁতী পাড়া কেন্দ্রে অস্ত্রধারীর হামলা

প্রকাশ: ২০১৯-০৩-৩১ ১৫:৪৮:২৫ || আপডেট: ২০১৯-০৩-৩১ ১৫:৫৩:০২

নিউজ ডেস্ক : লোহাগাড়ায় ৫ম উপজেলা পরিষদের ৪র্থ ধাপের নির্বাচনে পূর্ব পু‌টি‌বিলা তাঁতীপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে অস্ত্রধারী‌দের হামলার খবর পাওয়া যায়। গু‌লি ক‌রে ভোট বানচা‌লের চেষ্টা করে দূর্বত্তরা । ঘটনার পর অ‌তি‌রিক্ত পু‌লিশ ও বি‌জিবি মোতায়ন করা হ‌য়ে‌ছে।

এ ব্যাপা‌রে জান‌তে চাই‌লে ওই কে‌ন্দ্রের প্রিজাই‌ডিং অ‌ফিসার জা‌কেরুল হক ব‌লেন, “কে‌ন্দ্রের বা‌হি‌রে গন্ড‌গো‌ল হ‌য়ে‌ছে ব‌লে শু‌নে‌ছি। প‌রি‌স্থি‌তি এখন স্বাভা‌বিক আ‌ছে। এ পর্যন্ত ১১’শ ভোট কাস্ট হ‌য়ে‌ছে” ।

অপরদিকে পুটিবিলা গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রসায় জাল ভোটের অভিযোগে ৪ মহিলাকে আটক করেছে।

দুপুর ২ টার দিকে তাদের আটক করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

আটকৃতরা হলেন, লোহাগাড়া উপজেলার পুটিবিলা গ্রামের চৌধুরী পাড়ার কামাল স্ত্রী আনোয়ানা বেগম (৫০),  একই পাড়ার আব্দুল মালেকের স্ত্রী রেখা আক্তার (৩৮), রাসেল চৌধুরী স্ত্রী খুশিদা আক্তার (২৫) ও বেল্লাল পাড়ার তাজুল ইসলাম স্ত্রী খুরশিদা বেগম (৩৬)।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, ৪ জন মহিলা ২টা বুথে জাল ভোট দেয়ার সময় সন্দেহ হয়। পরে যাচাই-বাচাই করে তারা জাল ভোট দিতে এসেছে বিষয়টি নিশ্চিত হয়ে তাদের আটক করে প্রিজাইডিং অফিসার রুমে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *