চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিলেন এনামূল হক

প্রকাশ: ২০১৯-০৩-৩১ ২২:৪৮:২৭ || আপডেট: ২০১৯-০৩-৩১ ২২:৪৮:২৭

নূর হোসেন মামুন, কাপ্তাই, রাঙামাটি- কাপ্তাই উপজেলার রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা শারিরীকভাবে অসুস্থ্য থাকায় উন্নত চিকিৎসার জন্য ছুঁটি নেওয়ার কারণে উক্ত ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অানুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. এনামূল হক। আগামী ১৮ই এপ্রিল ২০১৯ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয় বলে পরিষদ সুত্রে জানা গিয়েছে। জানা যায়, মো. এনামূল হক বিগত ২০০২ সালে ইউপি সদস্যের নির্বাচিত হয়ে দীর্ঘ পনের বছর যাবৎ দায়িত্ব পালন করে একজন জনপ্রতিনিধি হিসেবে বেশ সুনাম অর্জন করেন। ২০১৬ সালে ইউপি নির্বাচনে আবারও ২নং ওয়ার্ডের ইউপি সদস্যে প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে পুনরায় বিজয়ী লাভ করে।

একাধারে তিনি ছিলেন একজন সমাজসেবী, রাজনৈতিক, ক্রীড়াবিদ ও ব্যবসায়ী। সমাজসেবার বিশেষ অবদানে তিনি অসংখ্য পুরস্কার প্রাপ্ত হন। তিনি ‘ইউনাইটেড মুভম্যান্ট হিউম্যান রাইটস’ মহান মাতৃভাষা সম্মাননা পদক- ২০১৬, বিচারপতি শিকদার মকবুল হক ও অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন কাজ থেকে গ্রহণ করেন। তিনি ২০১৬তে নেলসন মেন্ডেলা পুরস্কার অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *