চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় চেয়ারম্যান প‌দে প্র‌তিদ্ব‌ন্ধিতাকারী দুই হে‌ভি‌য়েট প্রার্থী জ‌য়ের ব্যাপা‌রে আশাবাদী

প্রকাশ: ২০১৯-০৩-৩১ ১৩:৫৬:৪৪ || আপডেট: ২০১৯-০৩-৩১ ১৩:৫৮:০৯

নিউজ ডেস্ক : লোহাগাড়া উপ‌জেলা পরিষদ নির্বাচ‌নে চেয়ারম্যান প‌দে প্র‌তিদ্ব‌ন্ধিতাকারী দুই হে‌ভি‌য়েট প্রার্থী জিয়াউল হক চৌধুরী বাবুল (আনারস)  ও খোর‌শেদ আলম চৌধুরী (নৌকা) জয়ের ব্যাপারে আশাবাদী।  বীর কন্ঠ‌কে দেওয়া এক বিবৃ‌তিতে তারা বলেন,  নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হচ্ছে।নির্বাচনে যেই জয়ী হয়ে আসে সম্প্রীতির লোহাগাড়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা । এসময় উপস্থিত সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দিপনা দেখা দেয়। 

দুপুর সাড়ে ১২ টার দিকে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম চৌধুরী- শাহপীর এবতেদায়ী মাদ্রাসা সেন্টারে ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে আনারস প্রতিকের জিয়াউল হক চৌধুরী বাবুলের সাথে দেখা হয়। এসময় তারা কৌশল বিনিময় শেষে সাংবাদিকদের দেওয়া বিবৃতিতে উপরোক্ত কথাগুলো বলেন। 

কিছু কিছু ভোট কেন্দ্রে ভোটারদের তেমন উপস্তিতি দেখা যায়নি। কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ে ভোটারদের উপস্তিতি না থাকায়
অলস সময় পার করতে দেখা যায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

কিছু কিছু কেন্দ্রে ৪০% ভোট কাস্ট হয়েছে বলে জানায় প্রিজাইডিং অফিসারগন। তারা আরো জানায়, রোদের তীপ্র দাহ ও খাবারের সময় হওয়ায় ভোটারের উপস্তিতি দুপুরের দিকে আস্তে আস্তে কমতে থাকে। তবে বেলা শেষে ভোটারদের উপস্থিতি আবারও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *