চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ১২শ ২৮ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের নতুন প্রকল্প

প্রকাশ: ২০১৯-০৪-০২ ২৩:০৯:৫২ || আপডেট: ২০১৯-০৪-০২ ২৩:০৯:৫২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নতুন প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। গত শুক্রবার বিকালে উপজেলার কালিগঞ্জে কৃষি সেচ প্রকল্পের আওতায় বেড়িবাধ, স্মুইচ গেইট, খাল পুন: খনন, ভাঙ্গন প্রতিরোধক ব্লক স্থাপনের নতুন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের স্থান পরিদর্শন করেন তিনি। প্রকল্পটি কালিগঞ্জ থেকে শুরু হয়ে আশিয়া, বড়লিয়া, ইন্দ্রপোল, চানখালী খাল হয়ে চন্দ্রকলা ব্রীজ, পটিয়া-বোয়ালখালী খালের পাড় হয়ে প্রসন্ন মাঝি ব্রীজ, চরকানাই, কোলাগাঁও নয়া রাস্তার মাথা পর্যন্ত এবং ইন্দ্রপোল হয়ে সংযোগ খালের দুই পাড়ে খানমোহনা ডেঙ্গাপাড়া কৃষ্ণখালী খালের দু’পাড়ে বেড়িবাধ নির্মিত হবে। ১২শত ২৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়ন হবে।

প্রকল্পের স্থান পরিদর্শনকালে হুইপ সামশুল হক চৌধুরীর সাথে ছিলেন পটিয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, হাবিবুল হক চৌধুরী, এম এজাজ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শওকত ইবনে শাহীদ, উপ-সহকারী প্রকৌশলী অনুপম দাশ, মো. জহির, ফোরকান, নাজমুল সাকের ছিদ্দিকী, শীতল মেম্বার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *