চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

লায়ন্স ক্লাব অব চিটাগাং এক্সিলেন্ট সিটির বিনামূল্যে চক্ষু ক্যাম্প

প্রকাশ: ২০১৯-০৪-০২ ২৩:২৬:৪৩ || আপডেট: ২০১৯-০৪-০২ ২৩:২৬:৪৩

 প্রদীপ শীল, রাউজানঃ লায়ন্স ক্লাব অব চিটাগাং এক্সিলেন্ট সিটি ও লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ষ্টোর এর যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় স্বাধীনতা দিবস উপলক্ষে ফেনী জেলাস্থ সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর হাইস্কুল প্রাঙ্গনে এক চক্ষু শিবির ও মাল্টি পারপাস ক্যাম্পের অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন সোনাগাজীর কৃতি সন্তান লে: জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী, মাননীয় এম.পি। উক্ত ক্যাম্পে কয়েক হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন। ক্যাম্পে বিভিন্ন বিষেজ্ঞ ডাক্তারগণও রোগী দেখেন। লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ মোট ৭২৫ জন রোগীর চক্ষু পরীক্ষা করেন। ক্লাব কর্তৃক ২০,০০০ টাকা মূল্যের ঔষধ বিতরণ করা হয় রোগীদের মাঝে।

৬২জন রোগীকে অপারেশনের জন্য সিলেক্ট করা হয়। ক্লাব দুটোর পক্ষে উপস্থিত ছিল জেলা ৩১৫-বি-২ এর জেলা গভর্নর এর প্রধান উপদেষ্টা লায়ন এ. কে. এম শফিউল্লাহ, লায়ন ডা: প্রণব রঞ্জন বিশ্বাস এম.জে.এফ, লায়ন কৈলাস বিহারী সেন, লায়ন নীলুফার চৌধুরী, লায়ন প্রফেসার মৌরি ঢালী। প্রধান অতিথি সাংসদ লায়ন্স ক্লাবের সদস্য ও লায়ন্স চক্ষু হাসপাতালের সদস্যদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ-এ তিনি আরও চক্ষু শিবির করার অঙ্গিকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *