চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া বাইপাস মরণফাঁদে পরিণত : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

প্রকাশ: ২০১৯-০৪-০৩ ২৩:৩৬:৪৮ || আপডেট: ২০১৯-০৪-০৩ ২৩:৩৬:৪৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কটি এখন গতিরোধক স্থাপন না করায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত তিন দিন ধরে এ সড়কে পরীক্ষা মূলক যানবাহন চলাচল শুরু হয়। এরই মধ্যে গতকাল মঙ্গলবার ভাটিখাইন কানেকটিং সড়কে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় রহিম উদ্দিন (৩৮) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই যাত্রী। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিম উদ্দিন পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার মো. নুর নবীর পুত্র। আহত দুই যাত্রী হলেন- ভাটিখাইন এলাকার রফিকুল আলমের ছেলে মো. শুভ (১৭) ও একই এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে মো. বাদশা মিয়া (৪০)। ভাটিখাইন ইউপি চেয়ারম্যান মো. বখতিয়ার জানান, পটিয়া বাইপাস সড়কে শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে রহিম উদ্দিনসহ তিনজন গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রহিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুই জন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো বলেন, বর্তমানে পটিয়া বাইপাসে কানেকটিং সড়কগুলোতে কোনো ধরণের দূর্ঘটনা প্রতিরোধক না থাকায় বাইপাস সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটি উদ্বোধন না হলেও বর্তমানে পরীক্ষামূলক যানবাহন চলাচল করছে। কিন্তু করল ভাটিখাইন ও কচুয়াইয়ের ফারুকী পাড়া কানেকটিং সড়কে গতিরোধক না থাকায় চলাচলকৃত গাড়ীগুলো দ্রুত গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনার আশংকরা রয়েছে। তিনি এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *