চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

কর্ণফুলী টানেল সড়ক : আনোয়ারায় ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

প্রকাশ: ২০১৯-০৪-০৫ ০০:১২:২৭ || আপডেট: ২০১৯-০৪-০৫ ০০:১২:২৭

আনোয়ারা প্রতিনিধি :

আনোয়ারায় কর্ণফুলী টানেল সড়কের জন্য বন্দর মৌজায় অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদ ভবনে এসব চেক বিতরণ করে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ,জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী,বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান ও মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে জনসম্মুখে বন্দর মৌজায় অধিগ্রহণকৃত ভূমির দলিলাদি যাচাই বাছাই করা হয়। বাছাইয়ে যেসব ভূমির দলিল সঠিক রয়েছে সেসব ভূমি মালিকদের ক্ষতিপূরণের টাকার চেক দেওয়া হয়েছে।

আর অধিগ্রহণকৃত ভূমির মধ্যে যেসব ভূমির অভিযোগ আছে তাদেরকে নিস্পত্তি হওয়ার পরেই চেক দেওয়া হবে বলে জানানো হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী বলেন,নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের চেক জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে নিতে হয়। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা বিভিন্ন হয়রানির সম্মুখীন হন। তাই চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে আমরা জনসম্মুখে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকার চেক প্রদান করছি। কোন ধরনের হয়রানি বা ঝামেলা ছাড়াই যেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা তাদের টাকা পান তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *