চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

তিন লাখ টাকায় বাঁচবে দীপিকার জীবন

প্রকাশ: ২০১৯-০৪-০৫ ০০:১৫:০৭ || আপডেট: ২০১৯-০৪-০৫ ০০:১৫:০৭

আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা উপজেলার বরুমচড়া নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী দীপিকা দাশ (৮) ভাসকুলাইটিস রোগে আক্রান্ত। পড়াশোনা ও সঙ্গীতে পারদর্শী এই শিশুটি গত এক বছর ধরে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। গেল ২৪ ডিসেম্বর ভারতের সিএমসি হাসপাতালে দীপিকার চিকিৎসার জন্য ছয় লাখ খরচ করে তার অসহায় বাবা-মা। এতে স্বজনরাও অনেক সাহায্য করেছেন। চিকিৎসকের পরামর্শ মতে আগামী ১৩ এপ্রিল আবারও ওই হাসপাতালে নিতে হবে তাকে। এজন্য প্রাথমিকভাবে তিন লাখ টাকা লাগবে। কিন্তু এ টাকা বহন করার ক্ষমতা তার পরিবারের নেই।

এ পরিস্থিতিতে শিশুটির জীবন বাঁচাতে সরকার ও সমাজের বিত্তবানদের কাছে অর্থ সহায়তা চেয়েছেন তার বাবা-মা। দীপিকার বাবা রিংকু দাশের বাড়ি উপজেলার বরুমচড়া গ্রামের কানুমাঝির পাড়ায়। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।

সাহায্য পাঠানোর মাধ্যম বিকাশ নং-০১৮৩৮৩৫২৬৮৩, ০১৮৩৬০৮৪৬৮৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *