চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

এরশাদ যুবকদেরকে আলোর পথে এনেছেন : পটিয়ায় জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠা বার্ষিকীতে সামশু মাষ্টার

প্রকাশ: ২০১৯-০৪-০৬ ০০:০৯:৩২ || আপডেট: ২০১৯-০৪-০৬ ০০:০৯:৩২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় জাতীয় যুবসংহতি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যেগে সংগঠনের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সাবেক পটিয়া পৌর মেয়র সামশুল আলম মাস্টার। এ উপলক্ষে এক আলোচনা সভা জাতীয় যুবসংহতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুলাল মিয়া চৌধুরী মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা জাপা সভাপতি মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, প্রধান বক্তা ছিলেন জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিদ্দিকি, দক্ষিণ জেলা জাপা সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী, পটিয়া পৌর জাপার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবর, পটিয়া যুব সংহতির সাধারণ সম্পাদক এইচ এম মুন্না, জালাল, নুরুচ্ছফা, উপজেলা ছাত্রসমাজ সদস্য সচিব রবিউল হাসান, তুহিন, আলমগীর, মোমিন, সায়েম, আকাশ প্রমুখ।

প্রধান অতিথি সামশুল আলম মাষ্টার বলেন বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলেও বাংলাদেশে ৬৮ হাজার গ্রাম বাংলায় উন্নয়ন করেছে পল্লীবন্ধু আলহাজ¦ হুসাইন মুহাম্মদ এরশাদ। আগামীতে ধারাবাহিকতা রক্ষা করতে দেশের যুবসমাজকে এগিয়ে এসে যুবসংহতি তথা এরশাদের হাতকে শক্তিশালী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *