চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

মানবতার কল্যাণে কাজ করছে বাংলাদেশ মানবাধিকার কমিশন 

প্রকাশ: ২০১৯-০৪-০৬ ১১:৩৫:২৩ || আপডেট: ২০১৯-০৪-০৬ ১১:৩৫:২৩

আলাউদ্দিন, বীর কন্ঠ:

মাানুষের অধিকার আদায়ে মানাবাধিকার কর্মীদের কাজ করে যেতে হবে। তাহলেই মানবাধিকার কমিশনের কমিটি গঠন সফল ও স্বার্থক হবে।

নিরীহ ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে মানবতার কল্যাণে কাজ করছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। এ কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছাতে হবে।

গতাকাল ৫ এপ্রিল (শুক্রবার) বিকেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার উদ্যোগে উপজেলা পাবলিক হলে আয়োজিত মানবাধিকার সম্মেলনে  বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক কমিটির সভাপতি, সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.নদভীর সহধর্মিণী,নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী।

বক্তব্য রাখেন, গেষ্ট অব অনার ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম, সেতারা গাফ্ফার চৌধুরী দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মুহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী, ও সাংবাদিক কাইছার হামিদ প্রমুখ।

 

সম্মেলনে আগত মানবাধিকার কর্মীদের শপথবাক্য পাঠ করান মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ও মানবাধিকার সঙ্গীত পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *