চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

নিজামপুর, মিরসরাই ও বারইয়ারহাট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এক্স স্টুডেন্ট ফোরাম ৮৭-৯১’র আত্নপ্রকাশ

প্রকাশ: ২০১৯-০৪-০৭ ২৩:০৮:২০ || আপডেট: ২০১৯-০৪-০৭ ২৩:০৮:২০

মিরসরাই প্রতিনিধি : ছাত্রজীবনের সোনালী অতীতে গড়ে উঠা ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে, পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি আন্তরিকতার বন্ধনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার অঙ্গীকার নিয়ে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ও বারইয়ারহাট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এক্স স্টুডেন্ট ফোরাম ৮৭-৯১’র পথচলা শুরু হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা মিরসরাইয়ের মহামায়া লেক প্রাঙ্গনে অনুষ্ঠিত মিলনমেলায় নাসিম উদ্দিন রুবেলকে আহবায়ক ও সামছুল করিম চৌধুরী শামীমকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়। রাজনীতিবিদ, ব্যবসায়ী, চাকুরীজীবি, প্রবাসী, জনপ্রতিনিধিদের মেলবন্ধনে গড়ে উঠা ‘এক্স স্টুডেন্ট ফোরাম ৮৭-৯১’ সংগঠনের সদস্যদের অনেকেই বর্তমানে সমাজ ও রাষ্ট্রের বিভিন্নক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নবগঠিত এই সংগঠন তাদের সৃজনশীল কর্মসূচীর মাধ্যমে সমৃদ্ধ নিরাপদ আগামী বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে, গণমানুষের আকাঙ্খা পূরণে দলমতের উর্ধ্বে উঠে তাঁদের সোনালী অতীতের স্বাক্ষর রাখবে।

আহবায়ক কমিটির আহবায়ক মনোনীত হন এ.কে.এম নাসিম উদ্দিন রুবেল, সদস্য সচিব সামছুল করিম চৌধুরী শামীম, কার্য্যকরী সদস্য সালা উদ্দিন (করেরহাট), শাফায়েত হোসেন চৌধুরী (হিঙ্গুলী), ওয়াছি উদ্দিন (বারইয়ারহাট পৌরসভা), গোলাম মাওলা (জোরারগঞ্জ), সাইফুদ্দিন চৌধুরী রুপম (ধুম), ফরহাদ হোসেন (ওচমানপুর), শাহ আলম (ইছাখালী), ইমাম হোসেন মিঠু (কাটাছরা), সঞ্জয় চৌধুরী (দুর্গাপুর), মোজাহের হোসেন চৌধুরী (মিরসরাই), নুরুল করিম (মিরসরাই পৌরসভা), শরীফ উল্ল্যাহ (মিঠানালা), হারুন অর রশিদ (মঘাদিয়া), কামরুল ইসলাম মজনু (খৈয়াছরা), দিদারুল আলম মাষ্টার (মায়ানী), মেজবাহ উদ্দিন লিটন (হাইতকান্দি), আলা উদ্দিন মেম্বার (ওয়াহেদপুর), ইমাম উদ্দিন রনি (সাহেরখালী), মঈন উদ্দিন দুলাল (চট্টগ্রাম), হেলাল উদ্দিন (চট্টগ্রাম), মশিউল করিম মিল্টন (চট্টগ্রাম), সাফায়েত আহম্মদ (চট্টগ্রাম), মোশাররফ হোসেন (চট্টগ্রাম), শিমুল পাল (চট্টগ্রাম), কামরুল হাসান শাহীন (ঢাকা), শেখ বাহা উদ্দিন রিপন (ঢাকা), ইন্দ্রজিৎ চৌধুরী (ঢাকা), শাহাদাত হোসেন সোহেল (ঢাকা), সাইদুল ইমাম মামুন (ঢাকা), ইকবাল হোসেন (করেরহাট), আতাউল কবির রিয়াজ (মিরসরাই), দিদারুল ইসলাম সোহেল (নিজামপুর), রেজাউল করিম খোকন (বারইয়ারহাট পৌরসভা), আবু হেনা মো. হাসান (জোরারগঞ্জ), এ.বি.এম একরাম উল্ল্যাহ কিশোর (বড়তাকিয়া), অহিদুর রহমান মিঠু (শান্তিরহাট), জাফর আহম্মদ (মিরসরাই পৌরসভা), আবদুল্লাহ আল মামুন (মিঠাছরা), সামছুল আলম চৌধুরী বাবু (কুমিরা), সদস্যরা হলো চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চেয়ারম্যান এমরান উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান (বারৈয়াঢালা), চেয়ারম্যান মোর্শেদ হোসেন চৌধুরী (কুমিরা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *