চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামে বিশ্ব শান্তি গীতাযজ্ঞ সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৪-০৮ ০০:০০:৪৭ || আপডেট: ২০১৯-০৪-০৮ ০০:০০:৪৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : দক্ষিণ চট্টগ্রামের বরকলে ওঁ অখন্ড শ্রীমদ্ভগবদ্-গীতা সংগের উদ্যেগে সার্বজনীন বিশ্বশান্তি গীতাযজ্ঞ মহতী ধর্মসভা সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্টানে অংশগ্রহন করেন চট্টগ্রামের হিন্দু ধর্মের সামাজিক উন্নয়ন মূলক প্রতিষ্ঠান আমরা সবাই সনাতনী সংগঠন।বিগত ৪ বছর ধরে চট্টলায় হিন্দু সম্প্রদায়ের মানব সেবায় কাজ করে যাচ্ছে এই সংগঠন। সংগঠনের পক্ষে বক্তৃতা রাখেন ধর্মীয় বক্তা সিনিয়র সদস্য অধীর শীল। আমরা সবাই সনাতনী সংগঠনের পক্ষ থেকে উক্ত অনুষ্টানের সভাপতি শ্রী-সুধীর শীলের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।

এছাড়া অত্র সংগটনের সিনিয়ার সদস্য সাধারন সম্পাদক রনি, সহ সভাপতি রুবেল, অধীর, বিকু শীল, নেপাল দাশ, মিন্টু, নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন সুধীর শীল। স্বাগত বক্তৃতা রাখেন যীশু শীল। ধর্মীয় বক্তা ছিলেন শ্রী অজপানন্দ মহারাজ, অনুষ্টানে বিশেষ বক্তা উপস্থিত ছিলেন স্বদেশ চক্রবর্তী, অজিত কুমার শীল দিলিপ কুমার শীল, হাবিবুর রহমান, জামাল উদ্দীন, রিপন সুশীল, সুজন মজুমদার, দেবাশীষ ধর, দয়াল শীল উক্ত অনুষ্টানে উপস্থাপনা করেন শ্রী মিল্টন রায়। উক্ত সংগঠনে সদস্য-মনা, সনজিত টিসু, মিটু, অর্জুন, মিন্টু, জনি, প্রিয়তোষ, লিটন, মঙ্গল, রুবেল, জনি, শিবু, মিটু, টিটু, সনজীত শীল, টিটু শীল, টিসু শীল, শিবু শীল, রুবেল শীল, মিন্টু শীল, মিটু শীল, সুবজ শীল, ডিসু শীল, জুয়েল শীল, প্লুক শীল সুবজ শীল, অভি শীল, নয়ন শীল, সহ দেশ ও বিদেশের উক্ত সংগঠনের সকল সদস্য আর্থিক ভাবে সহযোগিতা করে প্রণামি প্রদান করেন।

পরিচালনা কমিটির নির্দেশনায় বাংলাদেশ সদস্যদের পরিচালনায় সমগ্র অনুষ্ঠান সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়। সর্বশেষে সকল উপস্থিত ধর্মীয় বক্তাগণ ও বিশেষ অতিথিবৃন্দগণ আমরা সবাই সনাতনী সংগঠনের সাফল্য সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *