চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

সাতকানিয়ায় মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তি নিহত 

প্রকাশ: ২০১৯-০৪-০৮ ১৮:৪৩:০২ || আপডেট: ২০১৯-০৪-০৮ ১৮:৪৩:০২

সাতকানিয়ায় মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে একজন নিহত হয়েছেন। ৮ এপ্রিল ( সোমবার )  দুপুরে  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আন্দার মার দরগাহর পশ্চীম পাশে এই  ঘটনা ঘটে।

নিহতের নাম আবদুল কাদের (৪২)। সেই জনার কেঁওচিয়া মোনাফ চেয়ারম্যানের বাড়ি এলাকার খায়ের আহমদের পুত্র।

স্থানীয়রা জানান, ঘটনারদিন  উপজেলার আন্দার মার দরগাহর পশ্চীম পাশে ডুবায় মাছ ধরছিলেন আবদুল কাদের । এ সময় হালকা বৃষ্টির সঙ্গে তীব্র শব্দে বজ্রপাত হলে সেই জ্ঞান হারিয়ে ডুবার পানিতে ডুবে যান। লোকজন টের পেয়ে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *