চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

কুমিল্লা ইপিজেডে ভয়াবহ আগুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

প্রকাশ: ২০১৯-০৪-০৯ ০০:০৪:৪৬ || আপডেট: ২০১৯-০৪-০৯ ০০:০৪:৪৬

বীর কন্ঠ ডেস্ক :

কুমিল্লায় এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড)-এ একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আর এন টেক্সটাইল নামের ওই প্রতিষ্ঠানে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোন কারণ জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতেরও কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

কুমিল্লা ইপিজেডের সিনিয়র কাউন্সিলর সোহেল আহমেদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডের আগমুহূর্তে কারখানার ভিতরে ১৫০০ শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে।

মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ বলেন, ৯টা ৩৫ মিনিটে আমাদের কাছে আগুন লাগার খবর আসার পর প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার পর ১১টি এম্বুলেন্স ইপিজেডের ভেতরে প্রবেশ করেছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য কেউ নিশ্চিত করতে পারেনি।

ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি জানান, এই কারখানায় ১৫০০ এর অধিক শ্রমিক কর্মরত অবস্থায় ছিলেন। আগুনের লেলিহান শিখা ৩-৪ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *