চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীর চরণদ্বীপে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘর ভাংচুরের অভিযোগ

প্রকাশ: ২০১৯-০৫-০৮ ২৩:২৭:৩৭ || আপডেট: ২০১৯-০৫-০৮ ২৩:২৭:৩৭

 বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা বসত ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের সৈয়দ নগর উজির আলী বাপের বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহকর্তা আজিজুল হক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবেশী মো. জাহাঙ্গীর আলমের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে অাসছে। ওই বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে ৫/৬জনতা গঠন করে অাজিজুল হকের বসতঘরে হামলা চালায়। এতে নির্মাণাধীন পাকা ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ইট,বালি ও সিমেন্ট পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়। খবর পেয়ে সকালে গৃহকর্তা আজিজুল হক প্রতিবেশীর কাছে জানতে চাইলে তারা আবারও হামলার চেষ্টা চালায়। ক্ষতিগ্রস্ত মো. আজিজুল হক বলেন, তারা স্বপরিবারে চট্টগ্রাম শহরে বসবাস করেন। তাদের পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে প্রতিবেশী জাহাঙ্গীর বার বার বাধা দেন। পরে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মমতাজ উদ্দিন কালু বলেন, বিরোধীয় সম্পত্তি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও বিষয়টি সমাধান করা যায়নি। মো. জাহাঙ্গীর আলম পুলিশে কর্মরত থাকার সুবাদে আইনের তোয়াক্কা না করে রাতের আঁধারে আজিজুল হকের ঘর ভাঙচুর করেছে। বোয়ালখালী থানার পুলিশের উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে যান। বিরোধীয় সম্পত্তির উপর ঘরের দেয়াল নির্মাণ করলে কে বা কারা তা ভাঙচুর করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *