চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি-রামুর কুখ্যাত ডাকাত ও জোড়া খুনের আসামী জাকের গ্রেপ্তার

প্রকাশ: ২০১৯-০৫-১৬ ২২:৪৯:০৬ || আপডেট: ২০১৯-০৫-১৬ ২২:৪৯:০৬

 

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ

নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার শীর্ষ ডাকাত গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার মৃত আবদু শুক্ররের ছেলে জাকের হোসেন (২৭) (প্রকাশ গোরাইয়া ডাকাত)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ মে) রাতে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুরের নির্দেশে ঈদগড় পু্লিশ ফাঁড়ীর ইনচার্জ এ এস আই মোর্শেদ ও গর্জনিয়া পু্লিশ ফাঁড়ীর এ এস আই মনজুর এলাহীর নেতৃত্বে একদল পুলিশ রাতে তিন ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ডাকাতি,অপহরণ ও হত্যা মামলার আসামী গোরাইয়া কে গর্জনিয়ার দুর্গম পাহাড়ের জারুলিয়া ঝিরি নামক স্থান থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করেন।

এ এস আই মনজুর এলাহী জানান,তার বিরুদ্ধে ২০১৪ সালে গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের জোড়া খুন, অপহরণ ও ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে। সে গত কিছু দিন আগে নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে নিহত আন্যাইয়া ডাকেতের সেকেন্ডইন কমান্ড। আন্যাইয়া সহ তিন ডাকাত নিহত হওয়ার পর থেকে গোরাইয়া ডাকাত গহীন পাহাড়ে আত্মগোপনে থাকার পর অবশেষে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *