চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

বিশিষ্টজনদের সম্মানে মিরসরাই প্রেস ক্লাবের ইফতার

প্রকাশ: ২০১৯-০৫-২৭ ০৪:৩৮:২২ || আপডেট: ২০১৯-০৫-২৭ ০৪:৩৮:২২

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন মিরসরাই প্রেসক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশিষ্টজনদের সম্মানে ইফতার। শনিবার (২৫ মে) পৌরসভার কাশেম শপিং সেন্টারের চতুর্থ তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত ইফতারে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশিল সমাজ প্রতিনিধি ও সাংবাদিকরা।

ওইদিন ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন আয়োজক কমিটির সমন্বয়ক সাংবাদিক এম মাঈন উদ্দিন। এতে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, বারইয়াহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।

উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কান্তি পোদ্দার, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক, মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন,  সেকেন্ড অফিসার দিনেশ দাশ গুপ্ত, জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সুজয় কুমার মজুমদার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজ-উদ-দৌলা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেল ইকবাল চৌধুরী, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী, সমাজকর্মী শাহ আলম, নাট্যকার মঈন উদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম, প্রজন্ম মিরসরাইয়ের সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব ওয়াজি উল্লাহ, সদস্য কামাল উদ্দিন বিটু, মীর হোসেন, মুহাম্মদ দিদারুল আলম, এম আনোয়ার হোসেন, মোহাম্মদ ইউসুফ, আজিজ আজহার, বাবলু দে, সাদমান রহমান সময়, মুহাম্মদ ফিরোজ মাহমুদ, সৈয়দ আজমল হোসেন।  এছাড়াও মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য, উপজেলায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় চিনকি আস্তানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *