চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর কালীপুরে বন্যহাতির মৃত্যু!

প্রকাশ: ২০১৯-০৬-০৩ ২১:২৭:৫২ || আপডেট: ২০১৯-০৬-০৩ ২১:২৭:৫২

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের জঙ্গল কালীপুর বার আউলিয়া মাজার সংলগ্ন বড় সাপ মারা এলাকায় এক বন্য হাতির মৃত্যু ঘটেছে। স্থানীয়রা ধারণা করছেন গত রবিবার রাতে হাতিটি মারা যায়। আজ (৩ জুন) সোমবার সকালে কৃষকরা পাহাড়ে যাওয়ার পথে ওই হাতিটি মৃত অবস্থায় দেখতে পায়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, বন্য হাতি মারা যাওয়ার ঘটনাটি শুনার পর ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগের কর্মকর্তাদেরকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে কথার বলার জন্য কালীপুর রেঞ্জের দায়িত্বরত কর্মকর্তা মো. আলাউদ্দীনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে স্থানীয়রা জানান, হাতিটি মারা যাওয়ার পর উৎসুক জনতা ভিড় করলেও বন বিভাগের কেউ ঘটনাস্থলে না আসাতে হাতিটির মূল্যবান অঙ্গ দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছে। হাতিটি কি কারণে মারা গেছে তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *