চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা মঙ্গলবার ঈদুল ফিতরের নামাজ পড়বেন

প্রকাশ: ২০১৯-০৬-০৪ ০২:০৬:১৩ || আপডেট: ২০১৯-০৬-০৪ ০২:০৬:১৩

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীগণ পবিত্র রমজান মাসের রোজা পালন পরবর্তী আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর পালন করবেন। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২০০ বছর ধরে পূর্বত্মন পীর-মুরশিদ কতৃক দেওয়া রুইয়াতিল হেলাল বিষয়ক ফতোয়ার ভিত্তিতে পবিত্র ঈদুল ফিতর এবং চন্দ্র উদয় নির্ভর ইসলামী সকল ইবাদত ও অনুশাসনসমুহ পালন করে আসছেন। আজ মঙ্গলবার মির্জাখীল দরবার শরীফে ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় মত নামাজে সাতকানিয়া উপজেলার নিকটবর্তী উপজেলাসমুহ হতে সহস্রাধিক অনুসারীরা অংশগ্রহণ করবেন। এছাড়াও আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমচড়া, চন্দনাইশ উপজেলার এলাহাবাদ, সাতবাড়িয়া, বরকল, কিশোরগঞ্জের কটিয়াদিসহ দেশের বিভিন্নস্থানে মঙ্গলবার ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এর বাইরে বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, মিয়ারমার, শ্রীলঙ্কা, তুরষ্ক, জার্মানীসহ বিশ্বের বিভিন্ন দেশে যেখানে মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর পালন করবেন।
মির্জাখীল দরবার শরীফের মুখপাত্র এবং সমাজ হিতৈষী সংগঠন ‘লাইট টু লাইফ’ এর উদোক্তা মোহাম্মদ মছুউদুর রহমান জানান, মঙ্গলবার মির্জাখীল দরবার শরীফে- বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন মৌলানা মোহাম্মদ আরেফুল হাই (ক.) এর উপস্থিতে, সাহেবে সাজ্জাদাহ ও জগদ্বিখ্যাত আলেমেদ্বীন হজরত শাহ জাহাঁগীর ইমামুল আরেফীন ড. মৌলানা মোহাম্মদ মকছুদুর রহমানের (ক.) ইমামতিতে দরবারের ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *