চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির কোথাও অবৈধ বালি উত্তোলন চলবে না : নজিবুল বশর এমপি

প্রকাশ: ২০১৯-০৬-১৭ ২২:৫৭:৫৬ || আপডেট: ২০১৯-০৬-১৭ ২২:৫৭:৫৬

রফিকুল আলম : ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, ফটিকছড়ির বিবিরহাটস্থ কেন্দ্রীয় জামে মসজিদকেই মডেল মসজিদে রূপান্তর করা হবে। এ ব্যাপারে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। কেউ মানববন্ধন করলে ধরে চালান দিতে হবে। এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ। যা কোন মতেই মেনে নেয়া হবে না। তিনি বলেন, নাজিরহাট থেকে বিবিরহাট পর্যন্ত মহাসড়কে ঝাপটাবাজি চলছে, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে।

ফেনী-রামগড় সড়কের ফটিকছড়ি অংশে বাঁশ ফেলে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি, এ গুলো বন্ধ করে দিতে হবে। নইলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ঝংকার মোড়ের যানজট সহ্যসীমা ছাড়িয়ে গেছে; ওখানে আমি যানজট মুক্ত দেখতে চাই। নইলে হাইওয়ে পুলিশেরর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হালদা নদীতে বালু উত্তোলণ বন্ধ রয়েছে, কেউ বালু তুললে ইউএনও-এসি ল্যান্ড সাথে সাথেই এ্যাকশানে যেতে হবে। ফটিকছড়ির কোথাও অবৈধ বালি উত্তোলন চলবে না। মেশিন বসালে জ্বালিয়ে দিতে হবে; কোন ছাড় নেই। তিনি আরো বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পর্যায়ে দলীয় প্রতীকে নির্বাচন আমরা আর চাই না। কারণ- এর ফলে গ্রামিণ জনপদে মারাত্মক সমস্যা, দলীয় কোন্দল, দলবাজি, অনৈতিক লেনদেন চলে। এ ব্যাপারে সংসদে এবং ইসিতে আমরা সাফ জানিয়ে দেব। তিনি সোমবার (১৭ জুন) ফটিকছড়ি উপজেলা আইন শৃংখলা কমিটি ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ইউএনও মোঃ সায়েদুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম, ফটিকছড়ি পৌর মেয়র মোহাম্মদ ইসমাঈল হোসেন, ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহনেওয়াজ, মুহাম্মদ আব্দুল কাইয়ুম, রশিদ উদ্দীন চৌধুরী কাতেব, ইকবাল হোসেন চৌধুরী, আবু তালেব, হারুনুর রশীদ ইমন, আইন শৃংখলা কমিটির সদ্স্য সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী। উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী, নাজিরহাট পৌর মেয়র এসএম সিরাজুদ্দৌল্লাহ, উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ আব্দুল হালিম, মুহাম্মদ হারুনুর রশীদ, সোয়েব আল সালেহীন, মুহাম্মদ অহিদুল আলম, একেএম সরোয়ার হোসেন স্বপন, মোহাম্মদ ইব্রাহিম তালুকদারসহ বিভাগীয় সরকারী পদস্থ কর্মকর্তাগণ।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়বের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *