চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে প্রায় ১ লাখ শিশুর লক্ষমাত্রা : ২২ জুন ভিটামিন ‘এ’ খাওয়ান শিশুমৃত্যুর ঝুঁকি কমান

প্রকাশ: ২০১৯-০৬-১৯ ০০:১০:৪০ || আপডেট: ২০১৯-০৬-১৯ ০০:১০:৪০

 শংকর চৌধুরী,খাগড়াছড়ি : আগামী ২২ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যামম্পেইন উপলক্ষে খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও এনএনএস এর আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয় অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ‘ভিটামিন ‘এ’ খাওয়ান শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই প্রতিপাদ্যে ২২ জুন সারাদিন খাগড়াছড়িতে এবার প্রায় ১ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে বলে জানানো হয় । কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন সরোয়ার মাহবুব জানান, ২২ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলায় সর্বমোট ১০১০ টি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সেন্টারে এ কার্যক্রম চলবে।

খাগড়াছড়িতে এবার ‘৬ থেকে ১১ মাস বয়সী’ ১২ হাজার ৭শত ৬৩ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ‘১২ থেকে ৫৯ মাস বয়সী’ ৮৭ হাজার ১শত ৭৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আর্চায, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদসহ জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ২২ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যামম্পেইন এর বিষয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচারের জন্য উপস্থিত সকল সংবাদকর্মীদের অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *