চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

মাদককে মনে প্রাণে ঘৃনা করতে হবে শিক্ষার্থীদের : ফজলে করিম চৌধুরী এমপি

প্রকাশ: ২০১৯-০৭-০১ ১৮:২০:৪৮ || আপডেট: ২০১৯-০৭-০১ ১৮:২০:৪৮

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে নবীন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টাশন ক্লাস শুরু হয়েছে। এই উপলক্ষে ০১জুলাই সকালে একাদশ শ্রেণীর এসব শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। সাজেদা কবির চৌধুরী মিলানায়তনে অনুষ্ঠিত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ একেএম আবদুর রশিদ। অধ্যাপিকা অর্পনা চৌধুরী ও অধ্যাপক সুজন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা বশির উদ্দিন খান, প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। বক্তব্য রাখেন অধ্যাপক সেলিম নেওয়াজ চৌধুরী, অধ্যাপক নূরুল আব্বাস, অধ্যাপক জহিরুল ইসলাম, অর্পন কান্তি ব্যানার্জি, প্রদীপ বড়ুয়া, সীমা চক্রবর্তী, ছাত্রলীগ নেতা ফয়সাল মাহামুদ, নবীন ছাত্রী উম্মে হাবিবা সাবিয়া প্রমূখ। অনুষ্ঠানে নবীব শিক্ষার্থী উদ্দ্যেশে টেলিকমিউনিকেশন মাধ্যমে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন জীবনের দ্বিতীয় দাপে আজ থেকে কলেজ জীবন শুরু হয়েছে। অবাধ লেখাপড়া শেখার উত্তম সময় হচ্ছে জলেজ জীবণ। জীবণ গঠনেও এই সময়টা চারিত্রিক একটি বৈশিষ্ঠ। মনে রাখতে হবে প্রথমে মাদক মুক্ত হতে হবে তোমাদের। মনে প্রাণে ঘৃনা করতে হবে মাদককে। যোগাযোগ মাধ্যম ফেইজবুক ব্যবহার সীমিত করতে হবে। যেন কোন কিছু অতিরঞ্জিত না হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, ছাত্র জীবন একটি নিয়মাবদ্ধ জীবণ। এসময়কে মধূর জীবণও বলা হয়। তার কারণ জ্ঞান অর্জনের মূল্যাদি হয় কলেজ সময়টায়। প্রধান বক্তা জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজে লেখা পড়ার দারুন পরিবেশ রয়েছে। পরিবেশগত কারণে শিক্ষার মান সন্তোষ জনক। রাউজানের সাংসদ এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করতে অনেক পরিশ্রম করেছে। তিনি নবীব শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে পড়া লেখার পাশাপাশি দেশের জন্য কাজ করার আহব্বান জানান। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *