চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

হজ্ব করতে এসে প্রথম মক্কায় এক বাংলাদেশি হাজ্বীর মৃত্যু

প্রকাশ: ২০১৯-০৭-০৭ ২২:৩০:২৪ || আপডেট: ২০১৯-০৭-০৭ ২২:৩০:২৪

খলিল চৌধুরী, সৌদিআরব : চলিত বছরে সৌদি আরবের পবিত্র মক্কায় হজ্ব করতে এসে এক বাংলাদেশি হাজ্বীর মৃত্যু হয়েছে। গত ৬-জুলাই শনিবার বাংলাদেশর রাজধানী ঢাকা জেলার মুহাম্মদ সেলিম-(৫৬) হজ্ব করতে এসে পবিত্র মক্কায় মৃত্যু বরণ করেন। চলিত বছরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লক্ষ ২৭-হাজার ১৯৮-জন বাংলাদেশ থেকে হজ্ব পালন করবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় (ব্যালট) ৭-হাজার ১৯৮-জন। বেসরকারি ব্যবস্থাপনায় (নন-ব্যালিট) ৫৯৮ এজেন্সির মাধ্যমে ১ লক্ষ ২০-হাজার বাংলাদেশী হজ পালন করবেন। ততমধ্যে গত তিনদিনে ৪ জুলাই থেকে ৬ জুলাই পযর্ন্ত ২৯-টি ফ্লাইটে ১০-হাজার ২৭২-জন হাজ্বী পবিত্র মক্কা-মদিনা পৌছঁছেন। এ মধ্যে মক্কায় ঢাকা জেলার মুহাম্মদ সেলিম (৬৬) নামের একজন হাজ্বী মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *