চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

নাজিরহাট পৌরসভার উম্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশ: ২০১৯-০৭-১১ ০১:২৪:০৬ || আপডেট: ২০১৯-০৭-১১ ০১:২৪:০৬

রফিকুল আলম :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা বুধবার ১০ জুলাই পৌরসভার হল রুমে অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন। পৌরসভার মেয়র এস এম সিরাজ-উদ-দৌলার সভাপতিত্বে বাজেট ঘোষণায় অতিথি ছিলেন, বি এল এফ কমান্ডার আনোরুল আজিম। বাজেট ঘোষণার শুরুতে উক্ত পৌরসভার সেরা কর দাতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও ব্যক্তিকে ক্রেষ্ট প্রদান করা হয়।
পৌর মেয়র এস এম সিরাজ-উদ-দৌলা। তিনি বাজেটেবার্ষিক উন্নয়ন কর্মসূচি(বিশেষ)দেড় কোটি টাকা,গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাবত ৫ কোটি টাকা,বি এম ডি এফ প্রকল্পের জন্য ৫ কোটি টাকা,জলবায়ু ট্্রাষ্ট ফান্ড ১০ কোটি টাকা,রাজস্ব উদ্বৃত্ব ৩ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার৫শত ৭৪ টাকা সহ বিবিধ প্রকল্প নিয়ে মোট ৩২ কোটি ৬১ লাখ ১২ হাজার টাকার উম্মূক্ত বাজেট ঘোষণা করেন। এসময় প্যানেল মেয়র ১ মোঃ আলী,প্যানেল মেয়র ২ এস এম আবুল মুনসুর,প্যানেল মেয়র ৩ ছলিমা আকতার,কাউন্সিলর জয়নাল আবেদীন, কাউন্সিলর আমান উল্লাহ,কাউন্সিলর হাবুর অর রশিদ,কাউন্সিলর মঈন উদ্দিন,কাউন্সিলর মো: এয়াকুব, কাউন্সিলর মো: ইসমাইল,কাউন্সিলর মো: সোলাইমান ও পৌর সচিব আবু ছালেহ এবং পৌর হিসাব রক্ষক মুহাম্মদ হারুন-অর-রশিদ এবং নাজিরহাট বাজারের বণিক সমিতির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ী এবং শ্রেষ্ট করদাতারা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *