চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রাঙ্গুনিয়ায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলি, একজন গুলিবিদ্ধ

প্রকাশ: ২০১৯-০৭-১৪ ১৯:৩১:৩০ || আপডেট: ২০১৯-০৭-১৪ ১৯:৩১:৩০

 

প্রতিনিধি, রাঙ্গুনিয়া,চট্টগ্রাম :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে অজ্ঞাত মুখোশধারীদের গুলিতে এক সিএনজি চালিত অটোরিক্সা চালক আহত হয়েছে। তাঁর নাম শহীদুল ইসলাম (২৮)। সে সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হাজারিখীল গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।

রোববার (১৪ জুলাই) সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইসমাইল সিকদার কেজি স্কুলের পাশে ভোররাত ৪ টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক জানিয়েছে স্বজনরা।
সরফভাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর সিকদার নিজে প্রত্যক্ষদর্শী জানিয়ে বলেন, “ এলাকার মানুষের বিশ্বাস হাফেজিয়া আলতাফিয়া মাদ্রাসা ও এতিমখানায় থাকা শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে জীন বিরক্ত করছেন। এলাকার মানুষ বৈদ্য দিয়ে জীন তাড়ানোর জন্য রাতে হাট (আসর) বসায়। ওই রাতে অন্তত দুইশত গ্রামের মানুষ উপস্থিত ছিলেন। জীন তাড়ানোর যাবতীয় কাজ শেষ হওয়ার পর মাদ্রাসার পাশ দিয়ে মুখোশধারী দুই ব্যক্তি পালাতে দেখে স্থানীয় লোকজন দলবেঁধে তাদের তাড়া করে। এক পর্যায়ে অজ্ঞাত দুই ব্যক্তিকে দাঁড়াতে বললে মুখোশধারী এক ব্যক্তি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। ছোঁড়া গুলি অটোরিক্সা চালক শহীদুল ইসলামের মাথায় লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ”
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ইসমাঈল প্রথম আলোকে বলেন, “ ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে দেখছি। ঘটনার বিষয়ে মামলা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *