চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

রাঙ্গুনিয়া পৌরসভার ২১ কোটি ৫০ লাখ ৮৮ হাজার বাজেট ঘোষণা

প্রকাশ: ২০১৯-০৭-১৪ ১৯:৪০:০২ || আপডেট: ২০১৯-০৭-১৪ ১৯:৪০:০২

 

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি :
রাঙ্গুনিয়া পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (১৪ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে মেয়র আলহাজ্ব মো. শাহজাহান সিকদার এ বাজেট ঘোষণা করেন। এতে চলতি অর্থ বছরের জন্য ২১ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৯ শত ৯০ টাকা টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। কাউন্সিলর মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, পৌরসভার সচিব আলহাজ্ব মো. আল হেলাল, পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ শফিকুল আলম, কাউন্সিলর জালাল উদ্দিন, নুরুল আবছার জসিম , এনাম উদ্দিন আইয়ুব, লোকমানুল হক তালুকদার, আসাদুজ্জামান খাঁন, মো.সিরাজুল ইসলাম, তারেকুল ইসলাম চৌধুরী, নূর জাহান বেগম, ইয়াছমিন আক্তার, জেসমিন আক্তার, পৌরসভার হিসাব রক্ষক আলী মো. এরশাদ, পৌর কৃষকলীগ সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
ঘোষিত বাজেটে জলবায়ু পরিবর্তন, সৌর বিদ্যুৎতায়ন বাবদ ৫ কোটি ৮৮ লাখ টাকা, শহর উন্নয়ন প্রকল্পে ৫ কোটি টাকা, অডিটোরিয়াম নির্মাণে ৪ কোটি টাকা সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও অবকাঠামো, রাস্তা মেরামত ও সংস্কার, ব্রীজ কালভার্ট নির্মান ও মেরামত ও সংস্কার, ড্রেন নির্মান, পানির লাইন স্থাপন-সম্প্রসারণ, হাট-বাজার উন্নয়ন, মার্কেট নির্মান, পৌর গাড়ির শেড নির্মান, সাধারণ সংস্থাপন, শিক্ষা, বৃক্ষ রোপণ ও রক্ষণাবেক্ষণসহ অন্যান্য খাতে বাদ বাকি বরাদ্দ রাখা হয়েছে।
এসব কার্যক্রম বাস্তায়ন করতে সরকার থেকে উন্নয়ন খাতে বরাদ্দ মঞ্জুরি বাবদ ১৬ কোটি ২৫ লাখ ৪০ হাজার ৭৩১ টাকা, ট্যাক্স বাবদ ৯৪ লাখ ৫০ হাজার টাকা, রেইটস বাবদ ৭ লাখ টাকা, ফিস বাবদ ১১ লাখ ৫০ হাজার এবং অন্যান্য বাবদ ১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা আয় ধরা হয়েছে। এর মধ্যে ২ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ২৫৯ টাকা আগের বছরের স্থিতি ছিল।
পৌর মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার বাজেট বক্তব্যে বলেন, পৌরসভাকে নান্দনিক ও মডেল পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এলক্ষ্যেই পৌর এলাকার জনগণের সর্বোচ্চ সেবা দিতে প্রাণপণ চেষ্টা থাকবে। পৌর এলাকার জনসাধারণের মৌলিক চাহিদা পূরণকে গুরুত্ব দিয়ে রাঙ্গুনিয়া পৌরসভাকে একটি জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে চেষ্টা করছি। উন্নয়নে গতি সঞ্চার করতে পৌরবাসীকে টেক্স প্রদানের ব্যাপারে আগ্রহী হবার আহবান জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *