চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় হাতির আক্রমণে আরেকজনের মৃত্যু

প্রকাশ: ২০১৯-০৭-১৬ ২০:৪৩:২৫ || আপডেট: ২০১৯-০৭-১৬ ২০:৪৩:২৫

আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় বন্য হাতির আক্রমণে আখতার হোসেন চৌধুরী (৫০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের খলিফাপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি বৈরাগ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের নেওয়াজ তালুকদার বাড়ির মৃত বদরুজ্জামান চৌধুরীর পুত্র।
বৈরাগের ইউপি সদস্য মুছা তালুকদার জানান,প্রতিদিনের মতো হাতির আক্রমণ থেকে বাঁচতে এলাকাবাসী পাহারা দেয়। হঠাৎ হাতিগুলো ধাওয়া দিলে সামনে থাকা কয়েকজন লোক দৌঁড়ে পালালেও আকতার হোসেন পা পিছলে পড়ে যায়। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বলেন,হাতিগুলো সরানোর ব্যাপারে বনবিভাগে অনেকবার বলা হয়েছে। কিন্তু তারা কোন উদ্যোগ নিচ্ছে না। এভাবে কিছুদিন পরপর হাতির আক্রমণে মারা যাচ্ছে মানুষ।
এ নিয়ে গত এক বছরে আনোয়ারায় হাতির আক্রমণে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ২০-২৫ জন লোক। এছাড়া বন্য হাতির তান্ডবে অসংখ্য ঘরবাড়ি ও ফসলি খেত নষ্ট হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *